আয়নাঘর পরিদর্শন রহস্যজনক: ছাত্রদল সম্পাদক

1 Min Read

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আয়নাঘর পরিদর্শন অনেক দেরিতে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আজ যে আয়নাঘর পরিদর্শন করতে গেছেন, সেই আয়নাঘরে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী বন্দি ছিলেন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দীর্ঘদিন অতিবাহিত হয়েছে। এত দেরিতে যে আয়নাঘর পরিদর্শনে গেছেন, সেটাই আমাদের কাছে রহস্যজনক।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিলে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন নাছির উদ্দীন নাছির। এর আগে কলেজের মুক্তমঞ্চে জাতীয় পতাকার সঙ্গে দলীয় পতাকা উত্তোলন শেষে কাউন্সিল-২০২৫ এর উদ্বোধন ঘোষণা করেন তিনি।

কাউন্সিলে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন।

দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীসহ ৪৬২ জনের প্রত্যক্ষ ভোটে নির্বাচন করা হয় কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। নির্বাচনে শিমুল হোসেন ১৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১০৫ ভোট পেয়ে দ্বিতীয় হন সজীব আলী। তৃতীয় শোয়েব আক্তারের ভোট সংখ্যা ছিল ৭৭। অন্যদিকে সভাপতি পদে জাসির আহমেদ মসনদ ২৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতাসিম বিল্লাহ নয়নের প্রাপ্ত ভোট ছিল ১১৯।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *