বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং সমস্যা কাটছেই না। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা।
যদিও এর আগে ওয়ানডে সিরিজে জয় পেয়েছিল বাংলাদেশ, তিন ম্যাচের কোনওটি ব্যাটিংতে তেমন সন্তোষজনক পারফরম্যান্স হয়নি।
এই পরিস্থিতিতে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য কেবল ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার বিসিবির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
সিরিজের জন্য নতুন টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিচালক আব্দুর রাজ্জাক।

