আশুলিয়ায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

By সাভার প্রতিনিধি :

1 Min Read

আশুলিয়ায় কলমা এলাকা থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত দুই মাদক ব্যবাসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (০১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ২নং কলমা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আলী নগর বাংলা বাড়ী এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে সালাম (৪৫) ও আশুলিয়ার পূর্ব সদরপুর এলাকার কামরুজ্জামান বাবুর ছেলে হাদিউজ্জামান রানা (২১)।

ডিবি পুলিশ সুত্রে জানাগেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুয়িলার ২নং কলমা এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ও ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার সালামের বিরুদ্ধে আশুলিয়া থানায় ৫টি মাদক মামলা সহ অন্তত ৬টি মামলা রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *