ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে আরো ৮ মামলা

1 Min Read

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা :

 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও তার পত্নী সাবেক ফাস্টলেডি বুশরা বিবিসহ পিটিআইয়ের কয়েক হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে নতুন করে আটটি মামলা দায়ের করা হয়েছে। ইমরানের মুক্তি,সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬ তম সংশোধনী বাতিলের দাবিতে ২৬ নভেম্বর ইসলামাবাদে বড় ধরনের প্রতিবাদ-বিক্ষোভ কর্মসুচি পালন করেছে পিটিআই।

 

কারাবন্দী ইমরানের ডাকা চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় বাদী হয়ে গত ২৭ নভেম্বর বুধবার এইসব মামলা করে পুলিশ।

 

পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ডন ও জিও নিউজ’-এর এক প্রতিবেদনে জানায়, শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামস কলোনি, নুন, নিলোরসহ বিভিন্ন থানায় মামলাগুলো দায়ের করা হয়।

 

আসামির তালিকায় দলের স্থানীয় নেতবৃন্দ ছাড়াও কয়েক হাজার ব্যক্তির নাম রয়েছে। মামলা গুলোর মধ্যে সন্ত্রাস, পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা লঙ্ঘন, অপহরণ এবং সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগ রয়েছে।

- Advertisement -

 

২৬ নভেম্বর মঙ্গলবার ইমরানের সমর্থকরা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি-চকে এসে পৌঁছে প্রতিবাদ-বিক্ষোভ- শুরু করে। নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।

 

- Advertisement -

পরে বিক্ষোভ প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয় পিটিআই। দলটির মিডিয়া সেল থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, নিষ্ঠুর-নির্মম মনোভাব এবং নিরস্ত্র জনগণকে হত্যার মাধ্যমে রাজধানীকে কসাইখানা বানানোর যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার, তার জেরেই আমরা সাময়িকভাবে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করছি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *