এই সংবিধানের সরকারকে বৈধ মনে করি না: ফরহাদ মজহার

2 Min Read
গোলটেবিল আলোচনায় রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।

বর্তমান সংবিধানের মাধ্যমে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক ও লেখক ফরহাদ মজহার। তিনি বলেন, এই গণঅভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয়নি। বরং শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান বহাল রাখা হয়েছে। আমি এই সংবিধানের অধীনে গঠিত সরকারকে বৈধ মনে করি না।

শুক্রবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ইমাজিনেক্সট ফাউন্ডেশন আয়োজিত ‘জাতীয় সংস্কৃতি: প্রেক্ষিতে নতুন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের ‘জুলাই ঘোষণাপত্র’-কে নতুন গঠনতন্ত্র হিসেবে অভিহিত করে ফরহাদ মজহার বলেন, সংবিধান মানে আইন, আর গঠনতন্ত্র মানে জনগণের সক্রিয় অংশগ্রহণ। ব্রিটিশরা আইন তৈরি করেছে, জনগণ কখনো সংবিধান তৈরি করেনি। যারা লুটেরা শ্রেণির পক্ষে, তারাই এই সংবিধান তৈরি করেছে। এই আইনের মাধ্যমে সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে।

তিনি বলেন, “সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদের বিরোধিতাই আমাদের সংস্কৃতির মূল চরিত্র। আমরা শুধু বাঙালি জাতিবাদের নয়, ধর্মীয় জাতিবাদের বিরুদ্ধেও অবস্থান নেই। ইসলামে জাতিবাদের কোনো স্থান নেই।”

পয়লা বৈশাখে সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণকে তুলে ধরে তিনি বলেন, এই উৎসব ধর্মনিরপেক্ষ, ধার্মিক, আস্তিক, নাস্তিক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ—সবাইকে একত্র করেছে। এটি এক ধরনের অন্তর্বর্তীকালীন জাতি গঠনের নজির।

গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, আমাদের সংস্কৃতি যতই সমৃদ্ধ হোক না কেন, সেটাকে বিশ্ব সংস্কৃতির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকতে হবে। সেই প্রস্তুতি আমাদের নিতে হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, বর্তমান সরকার অনির্বাচিত নয়। অতীতে ৩০-৩৫ শতাংশ ভোটে সরকার গঠিত হয়েছে, আর এই সরকারের প্রতি ৭০ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। তাই এটিকে অবৈধ বা অনির্বাচিত বলা উচিত নয়।

তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, যদি ডিসেম্বরের পরে নির্বাচন হলে দেশে বিশৃঙ্খলা হয়, তবে তার দায় যারা এই হুমকি দিয়েছেন তাদের নিতে হবে।

আলোচনায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমাজিনেক্সট ফাউন্ডেশনের মুখপাত্র মুহাম্মদ ইমতিয়াজ। ধারণাপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ফিরোজ।

- Advertisement -

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিল্পী ফাতেমা তুজ জোহরা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি শহীদুল ইসলামসহ বিশিষ্টজনরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *