একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে মুশফিকের বিদায়

2 Min Read

স্পোর্টস ডেস্ক, ঢাকা :

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। নানা আলোচনা-সমালাচনার পথ ধরে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেললেন মুশফিকুর রহিম। বুধবার রাতে এক ফেসবুক পোস্টে অবসরের খবর নিজেই জানান তিনি।

মুশফিক ফেসবুক পোস্টে লেখেন, আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। হয়তো আমাদের অর্জন বৈশ্বিক পর্যায়ে অত ভালো নয়, কিন্তু এটা সত্য যে, আমি যখনই দেশের হয়ে মাঠে নেমেছি, আমার শতভাগ নিবেদন ও সততা বজায় রাখার চেষ্টা করেছি।

তিনি লেখেন, গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি। আল্লাহ কুরআনে বলেছেন: ‘এবং তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। (৩:২৬)’

তিনি আরও লেখেন, মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সবাইকে সৎভাবে এবং ঈমানের সঙ্গে চলার তৌফিক দান করুন। সবশেষে, আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং আমার ভক্তদের গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।

মুশফিকুর রহিম ২০০৬ সালের ২৩ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে অংশ নেন। বাংলাদেশের হয়ে ২১২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ৩৬ দশমিক ৬৭ গড়ে ৭ হাজার ২৬১ রান করেছেন তিনি। এর মধ্যে ১৩টি সেঞ্চুরি ও ৪৮টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।

উইকেট কিপার হিসেবে মুশফিক ছিলেন দারুণ সমাদৃত। তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ দলের উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কিপিং দক্ষতা তাকে বাংলাদেশের ক্রিকেটে বিশেষ স্থান দিয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *