একযোগে ৯৮২ বিচারকের পদোন্নতির সিদ্ধান্ত

By নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

সারাদেশের অধস্তন আদালতে কর্মরত (প্রেষণসহ) প্রায় এক হাজার বিচারককে পদোন্নতির সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন ৪-এ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন।

বৈঠকের সূত্র ও সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, সভায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২৭৫ জন বিচারককে জেলা ও দায়রা জজ পদে এবং যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২০৭ জন বিচারককে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া সিনিয়র সহকারী জজ পদমর্যাদার পাঁচ শতাধিক বিচারককে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদায় পদোন্নতির সিদ্ধান্ত হয়। সব মিলিয়ে ৯৮২ জন বিচারকের পদোন্নতি অনুমোদিত হয়েছে বলে জানা গেছে। বৈঠকের সূত্র মতে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির সংখ্যা ২০৭ জনের বেশি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

সভায় বিচারিক নীতিনির্ধারণ সংক্রান্ত অন্তত ২২টি বিষয়ে সংক্ষিপ্ত ও বিস্তারিত আলোচনা হয়। সুপ্রিম কোর্টের অবকাশ ছুটি নিয়েও আলোচনা হলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, ৩০ অক্টোবর প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফুলকোর্ট সভার আয়োজনের ঘোষণা দেওয়া হয়। ফুলকোর্ট সভা হলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিজস্ব ফোরাম, যেখানে তারা মতামত প্রদান ও বিচারিক নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। বছরে নির্দিষ্ট সময়ে এই সভা আহ্বান করেন প্রধান বিচারপতি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *