কলম্বোয় মাত্র ৭ রানে হার বাংলাদেশ নারী ক্রিকেট দলের

By নিউজনেক্সট অনলাইন :

2 Min Read

কলম্বোতে নিগার সুলতানাদের তুমুল প্রতিরোধের পরও বাংলাদেশ নারী ক্রিকেট দলকে হারতে হলো শ্রীলঙ্কার কাছে মাত্র ৭ রানে। শ্রীলঙ্কা নারী দলকে ২০২ রানে গুটিয়ে দিয়েও জয় তুলে নিতে পারেনি টাইগ্রেসরা।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। সাজঘরে ফেরেন বিশ্মি গুনারত্নে। এরপর কিছুটা প্রতিরোধ গড়লেও চামারি আতাপাত্থুর বিদায়ের পর আরও বিপদে পড়ে লঙ্কানরা। ৭২ রানের মাথায় দ্বিতীয় উইকেট পতনের পর নিয়মিত উইকেট হারাতে থাকে দলটি। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কার্যত অসহায় হয়ে পড়ে শ্রীলঙ্কান ব্যাটাররা।

শেষ দিকে উদেশিকা প্রাবোধানী ও মলকি মাদারার ছোট ইনিংস কিছুটা রান তুললেও বড় স্কোর গড়া সম্ভব হয়নি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন হর্ষিথা সামারাবিক্রমা।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন স্বর্ণা আক্তার, যিনি ১০ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন। রাবেয়া খান ৯ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া নাহিদা আক্তার, নিশিতা আক্তার নিশি ও মারুফা আক্তার একটি করে উইকেট শিকার করেন। রিতু মনি ও অন্যান্য বোলাররাও চাপ ধরে রাখায় লঙ্কান ব্যাটাররা বড় কোনো জুটি গড়তে পারেনি।

২০৩ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশ শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ হারায়। ওপেনিং ব্যর্থতায় ২৪ রানে পড়ে যায় ২ উইকেট। এরপর দলের হাল ধরেন শারমিন আক্তার, যিনি ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, স্বর্ণা আক্তারের সঙ্গে রানের গতি ধরে রাখেন এবং ৯৮ বলে ৭৭ রানের ঝলমলে ইনিংস খেলেন।

তবে শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে টাইগ্রেসরা পরাজয়ের মুখে পড়ে। শেষ পর্যন্ত শারমিনের ফিরে আসাও হাল রক্ষা করতে পারলো না। বাংলাদেশ ইনিংস শেষ হয় ১৯৫ রানে ৯ উইকেট হারিয়ে, এবং শ্রীলঙ্কা জয় পায় মাত্র ৭ রানে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *