কুয়াশায় চলাচলে সতর্ক থাকার পরামর্শ

2 Min Read

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম 

নতুন বছরের শুরুতে সারাদেশে জেঁকে বসেছে তীব্র শীত। রাজধানীসহ অনেক অঞ্চল আচ্ছন্ন হয়ে আছে মাঝারি থেকে ঘন কুয়াশায়। আগামী কয়েকদিন এই অবস্থা বিরাজ করতে পারে। ফলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঢাকা-ময়মনিসংহ, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রামসহ অনেক মহাসড়ক ও নৌপথে যান চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এই সতর্কতা ও পরামর্শ দেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আজ সন্ধ্যার পর থেকে সারারাত ঢাকা-পঞ্চগড়, ঢাকা-ময়মনিসংহ, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কগুলো ঘন থেকে খুবই ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ফলে খুবই জরুরি প্রয়োজন ছাড়া আজ রাতে ঐসব সড়ক ও মহাসড়কে বাস, ট্রাক, মাইক্রো, মোটরসাইকেল চলাচল করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।

নৌপথে চলাচলের জন্য কুয়াশা সতর্কতা দিয়ে তিনি লেখেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সারারাত পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, মেঘনাসহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সব নদীপথ ঘন থেকে খুবই ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ফলে আজ রাতে ঐসব নদীপথে নৌযান চলাচল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া যাচ্ছে। যদি একান্তভাবে নৌযান চলাচল করতেই হয় তবে ঐসব নদীপথে গতি-সীমা ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটারের বেশি না রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদফতর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, এই সময়ে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত হতে পারে। এই ৭২ ঘণ্টায় দিনের বেলাতেই তীব্র শীত অনুভূত হতে পারে।

 

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *