খাগড়াছড়ির সীমান্ত দিয়ে প্রবেশ করা ৬৬ ভারতীয় নাগরিক আটক, পুশইনের অভিযোগ

বিশেষ প্রতিনিধি, ঢাকা:
প্রকাশ: ৭ মে, ২০২৫, ৪:৩৮
খাগড়াছড়ির সীমান্ত দিয়ে প্রবেশ করা ৬৬ ভারতীয় নাগরিক আটক, পুশইনের অভিযোগ

খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করা ৬৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলো থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন এবং পানছড়ির লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জনকে বাংলাদেশ ভূখণ্ডে পুশইন করা হয়েছে। অনুপ্রবেশকারীদের সবাই ভারতীয় নাগরিক এবং তারা নিজেদের গুজরাটের বাসিন্দা বলে দাবি করেছেন।

বিশেষভাবে, শান্তিপুর সীমান্ত দিয়ে প্রবেশ করা ২৭ জন গোমতি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবুল হোসেনের বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। অন্যদিকে, তাইন্দং বাজার থেকে বিজিবি সদস্যরা আটক করে আরও ১৫ জন ভারতীয় নাগরিককে।

এ বিষয়ে বিশ্লেষক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, “পাকিস্তানে হামলার কাছাকাছি সময়ে ভারত খাগড়াছড়ি সীমান্ত দিয়ে তার দেশের নাগরিকদের বাংলাদেশে ঢুকিয়ে দিতে শুরু করেছে। শান্ত সীমান্তকে এভাবে অশান্ত করার কী মানে? এরকম পদক্ষেপ তো বেশ উস্কানিমূলক।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “ভারত কি কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশকে কিছু জানিয়েছে?”

আটকরা অভিযোগ করেছেন, গুজরাট থেকে বিমানযোগে ভারতের পূর্বাঞ্চলে এনে বিএসএফ সদস্যরা জোরপূর্বক তাদের সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করায়।

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা বলেন, “বিজিবি বর্তমানে বিষয়টি দেখভাল করছে। জেলা প্রশাসন প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে এবং তাদের দ্রুত পুশব্যাক করার চেষ্টা চলছে।”

ঘটনাটি দুই দেশের সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।