গত ১৫ বছরে শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্তে কমিটি করলো ঢাবি

1 Min Read

নিজস্ব প্রতিবেদক, ঢাবি : গত ১৫ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (২০০৯ -২০২৪) সাল পর্যন্ত শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি হয়ে থাকলে তা তদন্ত করে দেখার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখার জন্য ড. তাজমেরী এস এ ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তাজমেরী এস ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অধ্যাপক ড. মামুন আহমেদ প্রো-উপচার্য (শিক্ষা) ঢাকা বিশ্ববিদ্যালয়, লোক প্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. আকা ফিরোজ আহমদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের বর্তমান ডিনও সদস্য হিসেবে এই কমিটিতে যুক্ত থাকবেন এবং বর্তমান রেজিস্ট্রার সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

তবে কমিটি প্রয়োজন মনে করলে বহিস্থ/আভ্যন্তরীণ আরও তিন জন সদস্য তাদের সঙ্গে অন্তর্ভুক্ত করতে পারবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *