গাজীপুরে ১২ কারখানায় ছুটি ঘোষণা

2 Min Read

গাজীপুর প্রতিনিধি :

বকেয়া বেতনের দাবিতে আলেমা নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিক আন্দোলনের কারণে আশপাশের অন্তত ১২ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

গাজীপুর শিল্পপুলিশের পরিদর্শক ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে আলেমা নিটওয়্যার লিমিটেডের তিন শতাধিক শ্রমিক পেয়ারাবাগান বাসস্ট্যান্ড থেকে গাজীপুর বাইপাস মোড়ে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকরা বলেন, ‘আমাদের কারখানায় তিন শতাধিক শ্রমিক রয়েছে। আমরা প্রতিমাসে সঠিক সময়ে বেতন পাচ্ছি না। গত মাসের বেতন এখনো পাইনি। কারখানার কিছু শ্রমিক রয়েছে যারা দুই মাসের বকেয়া বেতন পাবেন। বেতন দেওয়ার সময় হলে কর্তৃপক্ষ গড়িমসি করেন। এসব দাবি নিয়ে আমরা আজকে মহাসড়কে নেমে এসেছি।’

গাজীপুর শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘অনিয়মিত বেতন পরিশোধের কারণে শ্রমিক অসন্তোষ বিরাজ করেছে। সকাল ১০টার দিকে আমরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। তবে ফ্যাক্টরির শ্রমিকরা বাইপাস রোডে ঢুকে পড়েছিল। এ সময় বাইপাস এলাকার আশপাশের ফ্যাক্টরিগুলোতে শ্রমিকরা ইটপাটকেল মারলে রোয়া ফ্যাশন লিমিটেড, ম্যস্টেট ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড, ক্লোসাস অ্যাপারেলস লিমিটেড, রোজ সোয়েটার লিমিটেড, স্কয়ার ফ্যাশন লিমিটেড, ফারদার ফ্যাশন লিমিটেডসহ অন্তত ১২টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আলেমা নিটওয়্যার লিমিটেডের কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *