চেন্নাইয়ে ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব, ৩ জনের মৃত্যু

1 Min Read

আন্তর্জাতিক ডেস্ক । নিউজনেক্সটবিডি. কম

ভারতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফিনজাল। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর উত্তরাঞ্চল এবং পুদুচেরিতে শনিবার রাতভর তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড়। আজ রোববার সকালে এটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, চেন্নাইয়ে বৃষ্টিজনিত ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

 

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাতভর তাণ্ডব চালানোর পর রোববার সকালে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফিনজাল। এখন তা অবস্থান করছে পুদুচেরির কাছেই। তবে রোববার বেলা সাড়ে ১১টার মধ্যে আরও শক্তিক্ষয় করে এই গভীর নিম্নচাপ সাধারণ নিম্নচাপে পরিণত হবে।

 

এদিকে ফিনজালের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে শনিবার রাতে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ুর উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করে ‘ফিনজাল’। গভীর রাত পর্যন্ত ‘ল্যান্ডফল’ বা আছড়ে পড়ার প্রক্রিয়া চলে।

 

- Advertisement -

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *