জাতীয় নির্বাচন সামনে রেখে সংস্কার ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার

1 Min Read
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আসন্ন ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে চলমান সংস্কার কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার বিকেলে সরকারি বাসভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও সদস্য ড. বদিউল আলম মজুমদার।

প্রেস উইং সূত্রে জানা যায়, বৈঠকে কমিশনের চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন আলী রীয়াজ ও বদিউল আলম। তাঁরা জানান, এখন পর্যন্ত আটটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা আলোচনা সম্পন্ন হয়েছে এবং আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার সময় নির্ধারিত রয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সংস্কার বিষয়ে জনগণের মতামত গ্রহণ ও সচেতনতা বৃদ্ধির জন্য নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বৈঠকের শেষে অধ্যাপক ইউনূস রাজনৈতিক সংলাপ ও সংস্কার কার্যক্রমকে আরও গতিশীল করতে বলেন, যাতে নির্ধারিত সময়ে অর্থাৎ ডিসেম্বরেই নির্বাচন সম্পন্ন করা যায়।

উক্ত বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দারও উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *