মণিরামপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত

যশোরের মণিরামপুর উপজেলায় সাতক্ষীরা-যশোর মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন।সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার সদর এলাকার পুরাতন তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সাতক্ষীরা থেকে যশোরগামী একটি ট্রাক (নম্বর: ঢাকা মেট্রো-ট ১২-৪৩৩৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার প্রাণ হারান।
নিহত চালকের নাম রাজু আহমেদ (৩২), পিতা আয়ুব খন্দকার, গ্রাম খলসি; এবং নিহত হেলপার এরফান ওরফে মিন্টু (২৮), গ্রাম বোয়ালিয়া। দুজনেই সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বাসিন্দা।
দুর্ঘটনার খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে।
এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন