ডিএফপির নতুন মহাপরিচালক খালেদা বেগম

1 Min Read

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক পদে সরকার খালেদা বেগমকে নিয়োগ দিয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক আদেশে তাকে ডিএফপির মহাপরিচালক পদে চলতি দায়িত্বে নিয়োগ দেয়। তিনি গণযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন।

ডিএফপির বর্তমান মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে চলচিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী পদে চলতি দায়িত্বে বদলি করা হয়। এছাড়া চলচিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ফায়জুল হককে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়।

অর্থনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী মেধাবী কর্মকর্তা খালেদা বেগম চাকরিতে যোগদানের পর আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকেও উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছেন। তিনি ১৯৯৯ সালে ১৮ তম বিসিএস তথ্য সার্ভিসের যোগদেন। পররাষ্ট্রসহ কয়েকটি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ছাড়াও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশে হাইকমিশনে কাউন্সিলর হিসেবে কূটনৈতিক দায়িত্ব পালন করেন।

 

 

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *