দমনমূলক রাষ্ট্রকাঠামো বদল করতে হবে: আ স ম আবদুর রব

2 Min Read

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

স্বাধীনতার পতাকা উত্তোলক, ঢাকসু’র সাবেক ভিপি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘বিদ্যমান রাষ্ট্রযন্ত্রের দমনমূলক কাঠামোটিকে বদল করার জন্য অংশীদারিত্বমূলক রাজনৈতিকব্যবস্থা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রক্ষমতায় বিকশিত সমাজশক্তির, রাজনৈতিক ভূমিকা পালনে সাংবিধানিক অধিকার প্রদান করলে জাতীয় রাজনীতিতে যে-সৃজনশীল শক্তির উত্থান ঘটবে, তাতে ফ্যাসিবাদ আর ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হতে পারবে না। ফ্যাসিবাদ করায়ত্ব রাষ্ট্রযন্ত্রটি গণমানুষের সংগ্রামকে প্রতিহত করতে দমনমূলক চরিত্র গ্রহণ করে এবং ক্রমাগতভাবে রাষ্ট্রব্যবস্থা ফ্যাসিস্ট রাষ্ট্রে রূপান্তর হয়’।

আজ বুধবার (২২ জানুয়ারি) কেন্দ্রীয় কার্যকরী কমিটির ঢাকাস্থ সংগঠকদের সভায় আ স ম আবদুর রব আরও বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করার বিপরীতে জনগণের ক্ষমতা ও কর্তৃত্ব ভিত্তিক এক নতুন ধরনের রাষ্ট্রশক্তি গড়ে তুলতে হবে। অংশীদারিত্বের গণতন্ত্রে জনগণের সক্রিয় ও ব্যাপক, প্রত্যক্ষ ও বিপুল অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। সুতরাং রাষ্ট্রক্ষমতায় সমাজশক্তির অংশীদারিত্ব ছাড়া কোনো সংস্কার ইতিবাচক ফল বয়ে আনবে না’।

আ স ম আবদুর রবের উত্তরাস্থ বাসভবনে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেন, বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় নতুন রাষ্ট্রশক্তির উত্থান অর্থাৎ রাজনৈতিক দলের সাথে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীদের ক্ষমতার অংশীদারিত্ব দিলেই ঔপনিবেশিক শাসনব্যবস্থা অবলুপ্তির প্রক্রিয়া শুরু হবে।

সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া,এডভোকেট কে এম জাবির,মোহাম্মদ তৌহিদ হোসেন,কামাল উদ্দিন পাটোয়ারী,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন,এডভোকেট ফাতেমা হেনা, এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, আবদুল্লাহ আল তারেক, এস এম শামসুল আলম নিক্সন, মোশাররফ হোসেন মন্টু,আবদুল মান্নান মুন্সি, বোরহান উদ্দিন চৌধুরী রোমান, সুমন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *