ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

1 Min Read

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় স্থানীয় শহীদমিনার থেকে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় । সেখানে সাধারণ ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন, শাহনেওয়াজ অভি, ফাহাদ শিকদার ওপি, লুলু আল মারজান, লিমন শাহরিয়ার, মাশরুক ইমন, ইমরান শেখ।

অপরদিকে বেলা সাড়ে ১১টায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের আয়োজন কলেজ ক্যাম্পাসে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন তানজিম হাসান বাপ্পি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল, সালাউদ্দিন কুমার সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রদল, রেহান রাজু সহ-সভাপতি জেলা ছাত্রদল।

এ সময় বক্তারা বলেন, দ্রুত আইনশৃঙ্খলার উন্নতি, ধর্ষকের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন ও ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি জানান তারা। অল্প সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। নারীর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *