ধর্ষণের অভিযোগ: ঢামেকের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে তিন ঘন্টায় ৫ জন

2 Min Read

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১টার মধ্যে ঢামেকের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) শিশু-কিশোরীসহ পাঁচজন ভর্তি হয়েছে। ধর্ষণের শিকার হয়েছেন উল্লেখ করে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য সবাই ওসিসিতে আসেন।

এদের মধ্যে দুই শিশু ও এক কিশোরীকে ঢাকার মুগদা থানার আলাদা আলাদা এলাকা থেকে আনা হয়েছে।

সকাল ১০টার দিকে দুই শিশুকে মুগদা থেকে ওসিসিতে নিয়ে আসেন মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আল-আমীন।

তিনি জানান, বুধবার ইফতারের পর নিজ বাসায় প্রতিবেশী জব্বার (৪০) ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ১৮ মার্চ একই থানা এলাকায় আরেকটি শিশু ধর্ষণের শিকার হয়েছে উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়। এ ঘটনায় পিন্টু চন্দ্র দাস নামের এক প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী শিশুর শারীরিক পরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া ধর্ষণের শিকার হয়েছেন উল্লেখ করে হাতিরঝিল থানা এলাকা থেকে ২২ বছর বয়সী এক নারীকে ওসিসিতে ভর্তি করা হয়েছে।

তবে এ ঘটনা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

একদিন আগে বুধবার মুগদা থেকে ১৫ বছরের এক কিশোরীকে ঢামেকের ওসিসিতে নিয়ে আসেন উপপরিদর্শক (এসআই) তহিদুল ইসলাম।

- Advertisement -

তিনি বলেন, ১৮ মার্চ ওই কিশোরীকে তার পূর্বপরিচিত সিয়াম (১৮) নামের এক তরুণ ধর্ষণ করে বলে থানায় অভিযোগ আসে। ইতোমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *