নভেম্বরে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’

By নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

প্রখ্যাত অভিনেতা মনোজ বাজপেয়ী অভিনীত জনপ্রিয় স্পাই থ্রিলার ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজন আসছে এই নভেম্বরেই। বহুল প্রতীক্ষিত এই সিজনটি প্রিমিয়ার হবে আগামী ২১ নভেম্বর প্রাইম ভিডিওতে।

রাজ ও ডিকের সৃষ্ট সিরিজটির আগের দুটি সিজনই ওটিটিতে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন সিজনেও চলবে শ্রীকান্ত তিওয়ারির রোমাঞ্চকর গল্প যে একদিকে দেশের দায়িত্ব সামলান, অন্যদিকে লড়াই করেন নিজের ব্যক্তিগত জীবনের জটিলতার সঙ্গে।

মনোজ বাজপেয়ী এবারও শ্রীকান্তের ভূমিকায় ফিরছেন। প্রিমিয়ার উপলক্ষে প্রকাশিত টিজারে তাঁর সঙ্গে দেখা গেছে প্রিয়ামণি ও শরীভ হাসমিকে। টিজারের ক্যাপশনে লেখা ছিল “লে লাডলে, হয়ে গেল শ্রীকান্তের কমব্যাক #TheFamilyManOnPrime, নভেম্বর ২১।”

নতুন সিজনে বিপদ ও রহস্য আরও গভীর। শ্রীকান্ত এবার মুখোমুখি হবেন শক্তিশালী দুই প্রতিপক্ষ জয়দীপ আহলাওয়াতের রুক্ম এবং নিমরাত কৌরের মীরা। পালিয়ে বেড়ানোর এক পর্যায়ে তাঁকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের জালে জড়িয়ে কঠিন সিদ্ধান্ত নিতে দেখা যাবে।

সিরিজে আরও অভিনয় করেছেন শরদ কেলকার, নীরজ মাধব, দালিপ তাহিল, সানি হিন্দুজা ও শ্রেয়া ধনবান্থারি। প্রথম সিজনটি মুক্তি পায় ২০১৯ সালে, আর দ্বিতীয় সিজন ২০২১ সালে দুটোই ছিল দর্শকদের কাছে হিট। এবার দেখার পালা, শ্রীকান্ত তিওয়ারির নতুন অভিযানে কী চমক অপেক্ষা করছে!

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *