নারায়ণগঞ্জে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চড়-থাপ্পড়সহ শারীরিক আক্রমণ

By নিজস্ব প্রতিবেদক:

1 Min Read
ছবি - ভিডিও থেকে নেওয়া।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে মাদরাসাছাত্র সোলাইমান হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ এপ্রিল) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনুদ্দিন কাদিরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মাদরাসাছাত্র সোলাইমান হত্যা মামলায় আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।”

শুনানি শেষে আনিসুল হককে এজলাস থেকে বের করার সময় আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত আইনজীবী, ছাত্র ও সাধারণ মানুষ তার ওপর চড়-থাপ্পড়সহ শারীরিক আক্রমণ চালান। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে প্রিজন ভ্যানে তুলে আদালত এলাকা থেকে সরিয়ে নেয়।

এ ঘটনার পর আদালতপাড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাদরাসাছাত্র সোলাইমান সম্প্রতি সিদ্ধিরগঞ্জে হামলার শিকার হয়ে নিহত হন। তার মৃত্যুর পর দেশজুড়ে প্রতিবাদ ও বিচারের দাবিতে আন্দোলন চলছে। তদন্তের অংশ হিসেবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *