নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে বিস্মিত জামায়াত আমির

By নিজস্ব প্রতিবেদক:

2 Min Read

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, কমিশনের রিপোর্টে এমন কিছু প্রস্তাবনা রয়েছে, যা কোরআন-হাদিস ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী এবং সমাজকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে।

রোববার (২০ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, দেশে যখন নৈতিকতার অভাবে নানা সামাজিক ও পারিবারিক সংকট দেখা দিচ্ছে, তখন ধর্মীয় ও নৈতিক ভিত্তিতে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পরিবর্তে এমন কিছু গর্হিত বিষয় সুপারিশ করা হয়েছে, যা সমাজকে চরম অনিশ্চয়তার মুখে ফেলবে।

তিনি আরও বলেন,

      এই রিপোর্টে কোরআন ও হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন রয়েছে। একইসঙ্গে সব ধর্মের মূল্যবোধও ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণ এই ধরনের সুপারিশ কখনোই মেনে নেবে না।

ডা. শফিকুর রহমান মন্তব্য করেন, এই সুপারিশমালা বাংলাদেশের জনগণের মত ও চেতনার প্রতিফলন নয়। বরং এটি একটি গোষ্ঠীস্বার্থে প্রণীত, মূল্যবোধবিচ্যুত ও বিভ্রান্তিকর দলিল।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ এক বাক্যে এই রিপোর্ট প্রত্যাখ্যান করবে।

প্রসঙ্গত, নারী বিষয়ক সংস্কার কমিশন শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি পূর্ণাঙ্গ সুপারিশমালা জমা দিয়েছে। তবে এতে কী কী সুপারিশ রয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় মহল থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *