নিয়োগবিধি ও পদোন্নতির দাবিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সহকারীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ৫:১৫
নিয়োগবিধি ও পদোন্নতির দাবিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সহকারীদের অবস্থান কর্মসূচি

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন রাজস্ব খাতভুক্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA) পদে কর্মরত প্রায় ২৮ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগবিধি ও চাকরিজীবনের ন্যায্য সুযোগ-সুবিধা প্রাপ্তির দাবিতে আজ মঙ্গলবার ঢাকার কাওরান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বক্তারা বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে কোনো নিয়োগবিধি না থাকায় মাঠ পর্যায়ে কর্মরত পরিবার পরিকল্পনা কর্মীরা তাদের চাকরির মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। এর ফলে তারা পদোন্নতি, বেতন গ্রেড উন্নয়ন ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। চাকরির শুরুতে যে পদে নিয়োগ পেয়েছেন, অবসরে গিয়েছেন ঠিক সেখান থেকেই—কোনো উন্নয়ন ঘটেনি পদে বা পারিশ্রমিকে।

তাদের অভিযোগ, বারবার লিখিত আবেদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরও বাস্তব অগ্রগতি হয়নি। গত ২৪ নভেম্বর ২০২৪ তারিখে নিয়োগবিধির প্রস্তাব পাঠানো হলেও পুনরায় ‘কোয়েরি’র অজুহাতে তা মন্ত্রণালয় থেকে অধিদপ্তরে ফেরত পাঠানো হয়েছে।

তারা আরও বলেন, বিদ্যমান ১৯৯৬ সালের নিয়োগবিধি ব্যবহার করে অন্যান্য পদের ক্ষেত্রে প্রমোশন ও সুবিধা প্রদান করা হলেও FPI ও FWA পদের কর্মকর্তাদের ব্যাপারে এই বিধি ইচ্ছাকৃতভাবে প্রযোজ্য করা হচ্ছে না, যা একটি চরম বৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘনের সামিল।

অবস্থানে অংশ নেওয়া কর্মীদের দাবিগুলোর মধ্যে রয়েছে:

১. পরিবার পরিকল্পনা পরিদর্শকের শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বেতন গ্রেড ১১ এবং পরিবার কল্যাণ সহকারীর শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক ও বেতন গ্রেড ১২ নির্ধারণ করে গেজেট প্রকাশ।

২. FPI পদ থেকে সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (AUFPO) পদে পদোন্নতির ক্ষেত্রে অনুমোদিত পদের আনুপাতিক হারে সুযোগ নির্ধারণ।

৩. FWA থেকে FPI, FWV ও TFPA পদে পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা।

৪. নতুন নিয়োগবিধি গেজেট প্রকাশের পূর্ব পর্যন্ত AUFPO, FPI, FWA, FWV, ও TFPA পদে সব ধরণের নিয়োগ ও পদোন্নতি বন্ধ রাখা।

অবস্থানে অংশ নেওয়া কর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ দ্রুত বিষয়টির সুরাহা করবেন এবং দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটবে।