পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ৩:৫৯
পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রোববার প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। ১১০ রানে পাকিস্তানকে অলআউট করার পর ১৫.৩ ওভারেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শুরুতেই ধস পাকিস্তানের টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লিটন দাস। শুরুতেই পাকিস্তান ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তাসকিন, মোস্তাফিজ, তানজিম, মেহেদী—সবাই মিলে একে একে তুলে নেন উইকেট। পাওয়ার প্লেতেই পাকিস্তান হারায় চার উইকেট। ফখর জামান চেষ্টা করেছিলেন ইনিংস মেরামতের, তবে তিনিও ৪৪ রানে রানআউট হয়ে ফিরে যান।

শেষ ওভারে ৩ বলে তিন উইকেট হারিয়ে ১১০ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। বাংলাদেশের হয়ে তাসকিন নেন ৩ উইকেট, মোস্তাফিজ ২টি। ইমনের ঝড়ো ফিফটি, হৃদয়ের সঙ্গী হয়ে সহজ জয় জয়ের লক্ষ্য মাত্র ১১১ রান।

তবে ৭ রানেই ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন ৭৩ রানের অনবদ্য জুটি গড়ে ম্যাচ বাংলাদেশের মুঠোয় নিয়ে আসেন। হৃদয় ৩৬ রান করে আউট হলেও অপরাজিত থাকেন ইমন। ৩৪ বলে ৫ ছক্কা ও ২ চারে ৫৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন তিনি। জাকের আলী ১৫ রানে অপরাজিত থেকে জয়সূচক চার মেরে ম্যাচ শেষ করেন।

পাকিস্তানকে প্রথমবার টি-টোয়েন্টিতে অলআউট করলো বাংলাদেশ এই ম্যাচে পাকিস্তানকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে অলআউট করল বাংলাদেশ। সর্বোচ্চ ৪৪ রান করেন ফখর জামান। এরপর আব্বাস আফ্রিদি ২২ ও খুশদিল শাহ ১৭ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

সিরিজে এগিয়ে বাংলাদেশ, পরের ম্যাচ মঙ্গলবার এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হবে আগামী মঙ্গলবার। লিটন দাসের দল ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৯ বছর পর টি-টোয়েন্টি জয়ের স্বাদ পেলো।