পিএসসির মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত

3 Min Read
সাংবাদিকদের ব্রিফ করছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ছবি - সংগৃহীত।

নিউজনেক্সট অনলাইন :

মঙ্গলবার (০৪ মার্চ ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানীসহ সারাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে পিএসসির মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আজ উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিবেশ উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে স্কুলে ভর্তির ক্ষেত্রে একটি এককালীন সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। অভ্যুত্থানে আহত প্রায় ১২ হাজার ৫০০ জনের জন্য শুধু স্কুলে ভর্তির ক্ষেত্রে এটি একটি এককালীন সুবিধা হিসেবে থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারদের যে এককালীন সহায়তা দেওয়া হচ্ছে তারই একটা অংশ হিসেবে এটা বিবেচনা করা হচ্ছে। কোনভাবেই এটা কোটার সঙ্গে তুলনীয় নয়।

পরিবেশ উপদেষ্টা জানান, পিএসসি’র মাধ্যমে ৩ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। এটার অতিরিক্ত হিসেবে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। এটার মূল উদ্দেশ্যে হচ্ছে গ্রামগঞ্জে মানুষ আসলে চিকিৎসা পায় না। তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসক যাতে নিশ্চিত করা যায়, এজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা দুটো দেশ থেকে বর্তমানে এলএনজি আমদানি করছি। কিন্তু গত কয়েকদিন আগে আমাদের বিদ্যুৎ উপদেষ্টা সৌদি আরবে গিয়েছিলেন, সেখানে আরামকো বলে একটি বড় কোম্পানি আছে। তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বাজারে যেই দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে।

উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত ২২টি উপদেষ্টা পরিষদ-বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকগুলোতে মোট ১৩৫টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তার মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৬৮ দশমিক ১৬ শতাংশ। যেটা বেশ ভালো একটা হার। এ সময়কালে জারি করা অধ্যাদেশ ২০টি, অনুমোদিত নীতিমালা ২টি, দ্বিপাক্ষিক/আন্তর্জাতিক চুক্তি/প্রটোকল ১১টি।

উপদেষ্টা আরও বলেন, আরেকটি সিদ্ধান্ত হয়েছে জনস্বাস্থ্য বিবেচনায়। জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে মোড়কজাত খাবার ও পানীয়ের মোড়কে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বিশ্বের অনেক দেশে পণ্যের গায়ে লেখা থাকে। যাতে যারা ওই খাদ্য গ্রহণ করছেন তারা জেনেই ওই খাদ্য গ্রহণ করেন। সিদ্ধান্ত হয়েছে যে, বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য করে আমরাও বাংলাদেশে এই প্রক্রিয়া শুরু করবো।

তিনি আরও বলেন, বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের নাম বিশেষ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হয়েছিল। আজকের বৈঠকে দুটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *