পৌর উন্নয়ন তৎপরতায় প্রশংসিত বেতাগীর ইউএনও

জসিম উদ্দিন, বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ৩:৫৩
পৌর উন্নয়ন তৎপরতায় প্রশংসিত বেতাগীর ইউএনও

বরগুনার বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজীর কর্মদক্ষতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও আন্তরিক প্রচেষ্টার ফলে উপজেলার সার্বিক উন্নয়নে এসেছে গতি ও শৃঙ্খলা। তার নেতৃত্বে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সেবাখাতগুলোতে ফিরে এসেছে সুশাসন এবং জবাবদিহিতা।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিয়মিত দপ্তর পরিদর্শন, সেবার মান যাচাই ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আসছেন। বিশেষ করে দীর্ঘদিন অবহেলিত বেতাগী পৌরসভার সড়ক উন্নয়ন কার্যক্রমে তিনি সরাসরি তদারকি করে প্রশংসিত হয়েছেন।

বেহাল সড়কের উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি

স্থানীয়রা জানান, বেতাগী পৌরসভার সড়কগুলো বহুদিন ধরে খানা-খন্দে ভরা ছিল। জনগণের ভোগান্তির বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে আমলে নেন এবং পৌর প্রশাসকের দায়িত্ব পাওয়ার পরই সড়ক সংস্কারে নেন তাৎক্ষণিক উদ্যোগ। বর্তমানে শহরের বিভিন্ন স্থানে সড়ক সংস্কার কাজ চলছে, যা শেষ হলে জনগণের যাতায়াতে যেমন স্বস্তি আসবে, তেমনি পরিবহন চলাচলও হবে নির্বিঘ্ন।

গ্রামাঞ্চলেও সরব উপস্থিতি

শুধু শহর নয়, উপজেলা পরিষদের প্রশাসনিক কাজের পাশাপাশি প্রতিনিয়তই মো. বশির গাজী উপজেলার সাতটি ইউনিয়নের গ্রামাঞ্চলে সরেজমিনে পরিদর্শন করছেন। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন। এতে জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা বেড়েছে প্রশাসনের প্রতি।

দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে অগ্রণী ভূমিকা

ইউএনও মো. বশির গাজীর কঠোর নজরদারির ফলে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরে এসেছে। দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে তিনি যেভাবে নিয়মিত দিকনির্দেশনা ও তদারকি করছেন, তা এলাকাবাসীর কাছে প্রশংসার পাত্রে পরিণত করেছে তাকে।

আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয়

উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তিনি। নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনে সৃষ্টি করেছেন ইতিবাচক দৃষ্টান্ত।

হয়রানিমুক্ত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ

নিউজনেক্সটকে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মো. বশির গাজী বলেন,

     জনগণের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে আমি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনস্বার্থ নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। সকলের সহযোগিতা কামনা করছি।