প্রতারণা ও চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলমের জামিন

By নিজস্ব প্রতিবেদক:

2 Min Read
মডেল মেঘনা আলম / ছবি - সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা ও চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ শুনানি শেষে এই আদেশ দেন।

মেঘনা আলমের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন তার আইনজীবী মহসিন রেজা, মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব। তারা আদালতে বলেন, মেঘনা আলমের বিরুদ্ধে আনা অভিযোগ সুনির্দিষ্ট নয় এবং ভিত্তিহীন। শুধু হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছে। নারী বিবেচনায় তাকে যেকোনো শর্তে জামিন দেওয়া হোক।

এর আগে গত ১৭ এপ্রিল ধানমন্ডি থানার এ মামলায় মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, মেঘনা আলম ও দেওয়ান সমিরসহ আরও কয়েকজন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা সুন্দরী তরুণীদের ব্যবহার করে বাংলাদেশে কর্মরত বিদেশি রাষ্ট্রদূত ও ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে। পরে অবৈধ সম্পর্কের সূত্র ধরে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করত।

দেওয়ান সমির KAWAII Group নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিইও এবং সানজানা ইন্টারন্যাশনাল নামক একটি ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক। অভিযোগে আরও বলা হয়েছে, অতীতে মিরআই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান চালাতেন সমির। বিভিন্ন আকর্ষণীয় তরুণীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করে তাদের মাধ্যমে বিদেশি কূটনীতিকদের টার্গেট করতেন তিনি। ব্ল্যাকমেইল করে এসব কূটনীতিক ও ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো।

এর আগে, বিদেশি কূটনীতিকদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মডেল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করে গত ১০ এপ্রিল ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছিল।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *