প্রবাসীদের অনলাইন আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর

এখন সরাসরি ই-মেইলে মিলবে ওটিপি, জটিলতা ছাড়াই রিটার্ন জমা সম্ভব।২০২৫–২৬ করবর্ষে এখন পর্যন্ত ৮ লাখ ৫০ হাজারেরও বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন, যা এনবিআরের ভাষায় কর সংস্কৃতিতে জনগণের ইতিবাচক অংশগ্রহণের প্রমাণ।

By নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়াকে আরও সহজ ও সময়োপযোগী করতে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) । এখন থেকে বিদেশে থাকা করদাতারা নিজেদের ব্যক্তিগত ই-মেইলে সরাসরি ‘ওয়ান-টাইম পাসওয়ার্ড’ (ওটিপি) পেয়ে রিটার্ন দাখিল করতে পারবেন—দেশে নিবন্ধিত মোবাইল সিমের আর দরকার হবে না।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। তবে অনেকেই ইতোমধ্যে এই পদ্ধতির সুবিধা ও কার্যকারিতা দেখে স্বেচ্ছায় এতে যুক্ত হচ্ছেন।

এর আগে ওটিপি শুধুমাত্র বাংলাদেশের বায়োমেট্রিক সিমে পাঠানো হতো, ফলে বিদেশে থাকা করদাতারা নিবন্ধন প্রক্রিয়ায় নানা জটিলতায় পড়তেন। এবার সেই জটিলতা দূর করতে এনবিআর নতুন ই-মেইলভিত্তিক ওটিপি সেবা চালু করেছে।

এখন প্রবাসী করদাতারা তাদের পাসপোর্ট নম্বর, এনআইডি, ভিসার কপি, ই-মেইল ঠিকানা ও ছবি পাঠিয়ে `[email protected]` ঠিকানায় আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে তাদের ই-মেইলে পাঠানো হবে ওটিপি ও নিবন্ধন লিংক, যার মাধ্যমে সহজেই অনলাইনে রিটার্ন দাখিল করা সম্ভব হবে।

এনবিআর জানিয়েছে, অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া এখন পুরোপুরি কাগজবিহীন, দ্রুত ও স্বয়ংক্রিয়। করদাতারা রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রাপ্তিস্বীকারপত্র তৈরি করতে পারবেন এবং আয়কর সনদ নিজেই প্রিন্ট করতে পারবেন।

২০২৫–২৬ করবর্ষে এখন পর্যন্ত ৮ লাখ ৫০ হাজারেরও বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন, যা এনবিআরের ভাষায় কর সংস্কৃতিতে জনগণের ইতিবাচক অংশগ্রহণের প্রমাণ।

সংস্থাটি দেশে ও বিদেশে অবস্থানরত সব করদাতাকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-রিটার্ন পদ্ধতিতে আয়কর রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *