ফেনীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের

By আব্দুল্লাহ আল মামুন, ফেনী:

3 Min Read

মাদক কারবারি ও সীমান্তপথে চোরাচালান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং মামলার বাদী ইউপি সদস্য রহিম উল্ল্যাহকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল ফেনীর সাংবাদিক সমাজ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন থেকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বক্তব্য রাখেন জেলায় কর্মরত সাংবাদিক নেতারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপিকর্মী রহিম উল্ল্যাহ ফেনীতে মাদক, চোরাচালান ও মানবপাচার সিন্ডিকেটের অন্যতম প্রধান হোতা। তার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় তিনি অপপ্রচারের অংশ হিসেবে সাংবাদিক তারেক চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। মামলার অন্য আসামিদের ক্ষেত্রেও ইচ্ছাকৃতভাবে ভুল নাম, পদবি ব্যবহার করা হয়েছে।

ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক দিদারুল আলম।

বক্তব্য রাখেন:

আবু তাহের, প্রথম আলো প্রতিনিধি

একেএম আব্দুর রহিম, সংগ্রাম প্রতিনিধি

আজাদ মালদার, যায় যায় দিন

জসিম মাহমুদ, স্টার লাইন

সিদ্দিক আল মামুন, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি

এনামুল হক পাটোয়ারী, নয়া পয়গাম সম্পাদক

ফিরোজ আলম, সুপ্রভাত ফেনী

আব্দুল্লাহ আল মামুন, দীপ্ত টিভি

শাহজালাল ভূঁইয়া, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম

আতিয়ার সজল, সময় টিভি

আরিফুর রহমান, যমুনা টিভি

আলাউদ্দীন, আমার কাগজ

নাজমুল হক শামীম, মানবজমিন

শফি উল্লাহ, দেশ রূপান্তর

ইউসুফ আলী, আমার দেশ

সমীর উদ্দিন ভূঁইয়া, ইনডিপেনডেন্ট টিভি

ইয়াসির আরাফাত রুবেল, ফটো জার্নালিস্টেশন ফেনী

গত মঙ্গলবার (১৬ এপ্রিল) ‘সীমান্তে চোরাচালানের সাম্রাজ্যে ইউপি সদস্য, বললেন পেশাই এটি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ঢাকা পোস্ট ও স্থানীয় দৈনিক ফেনী। প্রতিবেদনে ইউপি সদস্য রহিম উল্ল্যাহর মাদক কারবার, সীমান্তপথে চোরাচালান ও মানবপাচারে জড়িত থাকার তথ্য উঠে আসে।

পরদিন (বুধবার) রহিম উল্ল্যাহ ফেনীর আদালতে একটি মামলা দায়ের করেন, যেখানে প্রথম আসামি করা হয় ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি তারেক চৌধুরীকে। মামলায় আরও কয়েকজন সাংবাদিকের নাম উল্লেখ করা হলেও তাদের সঠিক পরিচয় বিকৃতভাবে উপস্থাপন করা হয়, যা নিয়ে সাংবাদিক সমাজে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

সাংবাদিকরা জানান, রহিম উল্ল্যাহ একজন চিহ্নিত মাদক কারবারি ও সীমান্তপথে চোরাচালানের হোতা। রাজনৈতিক ছত্রছায়া কাজে লাগিয়ে তিনি ইউপি সদস্য হয়েছেন এবং তার বিরুদ্ধে বহুবার অভিযোগ উঠলেও আইনের আওতায় আনা হয়নি। তারা বলেন, সাংবাদিকদের কলম থামিয়ে দিতে এ ধরনের মামলা হচ্ছে। এই চক্রান্তের জবাব আমরা রাজপথে দেব।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং রহিম উল্ল্যাহকে গ্রেপ্তার না করা হলে সারা জেলায় আন্দোলনের ডাক দেওয়া হবে।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *