ফেনী লেমুয়ায় সেতু নির্মাণকাজ বন্ধ ভোগান্তিতে গ্রামবাসি

আব্দুল্লাহ আল মামুন, ফেনী :
প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫, ২:৫৬
ফেনী লেমুয়ায় সেতু নির্মাণকাজ বন্ধ ভোগান্তিতে গ্রামবাসি

ফেনী লেমুয়া ইউনিয়নে সেতুর নির্মাণকাজ বন্ধ রয়েছে টানা তিন মাস। এতে করে ভোগান্তিতে পড়েছে অন্তত কয়েক লাখ মানুষ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফেনীর নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক নিউজনেক্সটকে জানান, চলতি বছরের আগস্টের মধ্যে সেতুর কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, লেমুয়া ইউনিয়নের চাঁদপুর-লেমুয়া সড়কে পুরোনো বেইলি সেতু ভেঙে পড়ায় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ২০২৩-২৪ অর্থবছরে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৮৫.৬ মিটার দৈর্ঘ্যের নতুন সেতু নির্মাণে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ পায় চৌধুরী এন্টারপ্রাইজ।

প্রকল্পের শুরুতে কিছুদিন কাজ হলেও গত চার-পাঁচ মাস ধরে তা বন্ধ রয়েছে। কাঠের সাঁকো দিয়েই এখন এলাকাবাসীর পারাপার চলছে। লেমুয়া বাজারের এক ব্যবসায়ী নিউজ নেক্সট বাংলাদেশকে বলেন, সেতুর কাজ বন্ধ থাকায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষার্থীরাও দুর্ভোগে রয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক বাবুল চৌধুরী জানান, সেতুর গার্ডার তৈরির উপাদান ‘এসটিওয়ার’ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। আগে এটি চীন থেকে আমদানি হলেও এখন স্থানীয় বিএসআরএম কাঁচামাল না দেওয়ায় আমদানি বন্ধ হয়ে গেছে । এতে নির্মাণকাজ বাধাগ্রস্ত হয়েছে । এছাড়া, গত বছরের ভয়াবহ বন্যার কারণেও কাজ ব্যাহত হয়েছে বলে দাবি করেন তিনি। তবে হাতে থাকা সময়ের মধ্যে—আগস্টের মধ্যেই—কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন ঠিকাদার।

এলজিইডির প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত বলেন, প্রকল্প শেষ হওয়ার সময়সীমা বাড়িয়ে আগস্ট পর্যন্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে বলা হয়েছে।