বগুড়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে একজন আহত, এলাকায় আতঙ্ক

By সিয়াম সাদিক, উত্তরাঞ্চল ব্যুরো :

1 Min Read

বগুড়ার গাবতলী উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন মো. আতাউর রহমান সেলিম (৩৫) নামের এক যুবক। তিনি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা।

রবিবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আহত যুবক সেলিমকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমান সেলিম ছোট ইটালী গ্রামের মাদক ব্যবসায়ী মো. মুক্তার হোসেনের বাড়িতে অবস্থান করছিলেন। মুক্তার স্থানীয় এক মেম্বারের ভাতিজা।

ধারণা করা হচ্ছে, বাড়ির ভেতরে বিস্ফোরক তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই মুক্তার হোসেনসহ আরো ২-৩ জন সহযোগী পালিয়ে যান।

এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত উদ্ধার করা হয়েছে এবং বিস্ফোরক তৈরির ঘরটি সিলগালা করে দেওয়া হয়েছে।’

তিনি জানান, ঘটনার সময় উপস্থিত পালিয়ে যাওয়া বাকি দুজনকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ককটেল তৈরির উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় এবং ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *