বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

1 Min Read

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির (বিওএস) ৮১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অধ্যাপক ডাঃ রফিকুল কবীর লাবুকে প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে ডাঃ ওয়াকিল আহমদকে আহ্বায়ক, ডাঃ সৈয়দ জাকির হোসেন বিপ্লবকে সদস্য সচিব এবং ডাঃ তাজুল ইসলাম রবিকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়।

সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব স্থাপন এবং অর্থোপেডিক বিষয়কে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে ১৯৭৯ সালের ২৪ আগস্ট প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি। দীর্ঘ ৪৬ বছরের ইতিহাসে বিওএস দেশের মানুষের অর্থোপেডিক সমস্যার সমাধান ও তা নিরসনের লক্ষ্যে যেমন ঐক্যবদ্ধ থেকেছে তেমন সামাজিক কর্মকান্ডও পরিচালনা করে গেছে।

আহ্বায়ক ডাঃ ওয়াকিল আহমেদ ও সদস্য সচিব ডাঃ সৈয়দ জাকির হোসেন বিপ্লব এক যৌথ বিবৃতিতে বিওএস- এর কর্মকান্ড দিয়ে বাংলাদেশের মানুষের জন্য আরও কল্যাণকর কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা তারুন্যের শক্তিকে এগিয়ে নিতে আরও দক্ষতা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন।

তারা আরও বলেন, আহবায়ক কমিটিতে স্বনামখ্যাত উপদেষ্টারা রয়েছেন, যুগ্ম আহ্বায়করা এদেশের পরিচিত মুখ, যুগ্ম সদস্য সচিব ও সদস্যদের নিয়ে আমাদের আগামীর বিওএস হয়ে উঠবে প্রাণবন্ত। আমরা সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *