বানারীপাড়া বিএনপির নেতাকর্মীরা আজও তাকে স্মরণ করে শ্রদ্ধা ও ভালোবাসায়

1 Min Read

বানারীপাড়া প্রতিনিধি :

বানারীপাড়া উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল জ‌লিল হাওলাদা‌রের ২৫তম মৃত্যু বার্ষিকী আজ।

২০০০ সালে এই দিনে জলিল হাওলাদার পৃথিবীর মায়া ত্যাগ করেন।

বিএনপির প্রতিষ্ঠানকাল থেকেই বানারীপাড়া বিএনপির হাল ছিল তার হাতে। এমনকি দক্ষিণাঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিত শক্ত করতে তার ভূমিকা অপরিসীম।

তাই মৃত্যুর এত বছর পরেও নেতা কর্মীরা শ্রদ্ধা ও ভালোবাসা স্মরণ করছেন জলিল হাওলাদারকে। তাঁরা উ‌ল্লেখ ক‌রেন, দ‌ক্ষিনাঞ্চ‌লে বিএন‌ পি‌কে শ‌ক্তিশা‌লি কর‌তে তাঁর অবদা‌নের কথা। অজস্র কর্মী তার প্রতি ভালোবাসা থেকেই জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের জন্য দেশ ও জাতীর জন্য কাজ করে যাচ্ছে।

আমরা তার রুহের মাগফেরাত কামনা করি এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।

জ‌লিল হাওলাদা‌রের মৃত্যুবার্ষিকীতে কব‌রে শ্রদ্ধা জানা‌নো হ‌য়ে‌ছে প‌রিবা‌রের পক্ষ থে‌কে। এছাড়াও প‌রিবারের পক্ষ থে‌কে দোয়া ও মিলা‌দের আ‌য়োজন করা হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *