বাফুফের আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফিফা

2 Min Read

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফিফা। ২০১৮ সাল থেকে ক্রয়-বিক্রয় সংক্রান্ত ব্যাপারে ফিফার যে আর্থিক নিষেধাজ্ঞায় ছিল, সেটি তুলে নিয়েছে ফিফা। আজ শুক্রবার সন্ধ্যায় ফিফা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে চিঠি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ফিফা থেকে পাওয়া অর্থের ওপরই নির্ভরশীল বাফুফে।

তবে এই অর্থ ব্যবহারে স্বচ্ছতা না থাকায় ২০১৮ সাল থেকে নিষেধাজ্ঞার মধ্যে ছিল বাফুফে। ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাফুফের ক্রয় সংক্রান্ত বিষয়ে অসঙ্গতি ধরা পড়ে ফিফার তদন্তে। ওই তদন্তের জেরে এবং আরো নানা কারণে ২০২৩ সালের এপ্রিলে বাফুফের সেসময়কার সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করে ফিফা। ২০২৪ সালের মে মাসে নিষেধাজ্ঞা বাড়িয়ে তিন বছর করে সংস্থাটি।

আর্থিক লেনদেনে অসঙ্গতির কারণে সেসময় বাফুফের চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু হোসেন ও ম্যানেজার (অপরারেশন্স) মিজানুর রহমানকে নিষিদ্ধ করেছিল ফিফা। আর সেসময়কার বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদিকে করা হয় জরিমানা।

গত মাসে ফিফার কর্মকর্তারা ঢাকায় এসে বাফুফের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিয়েছে। বাফুফে জানিয়েছে, নতুন সভাপতি তাবিথ আউয়ালও ফিফার প্রতিনিধি দলের সাম্প্রতিক ঢাকা সফরকে সর্বোচ্চ গুরুত্ব দেন।

তাদের লক্ষ্য ছিল বাফুফেকে ফিফার আর্থিক অনিয়মের তালিকা থেকে বের করে আনা। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম এ ব্যাপারে বলেছেন, ‘এ দেশের ফুটবলের জন্য অত্যন্ত গর্বের খবর এটা। এখন থেকে ফিফার সঙ্গে বাফুফের সম্পর্ক আরো জোরদার হবে এবং বাংলাদেশের জন্য ফিফার অনেক সুযোগ-সুবিধার দুয়ার উন্মোচিত হলো।’

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *