বিএনপির উদ্যোগে উত্তরার সাত স্থানে নিয়মিত চলছে ইফতার বিতরণ

1 Min Read

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

রাজধানীর উত্তরা পশ্চিম থানার অন্তর্গত ১ ও ৫১ নাম্বার ওয়ার্ডের সাত জায়গা থেকে রমজানের প্রথমদিন থেকে পথচারী, শ্রমজীবী, সাধারণ মানুষের মাঝে নিয়মিত বিএনপির উদ্যোগে ইফতার বিতরণ করা হচ্ছে, যা চলবে শেষ রমজান পর্যন্ত।

বিএনপির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উত্তরার সাধারণ মানুষ।

ইফতার বিতরণে সার্বিক সহযোগিতায় আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন।

আফাজ উদ্দিন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানের সার্বিক তত্ত্বাবধানে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং চলমান থাকবে শেষ রোজা পর্যন্ত।

আফাজ উদ্দিন আরও বলেন, আমি আমার সকল নেতা কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, সবার ঐকান্তিক চেষ্টায় প্রতিদিনের ইফতার আয়োজন সফল হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *