বিএনপি ‘গডফাদারদের’ মনোনয়ন দিয়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

By বিশেষ প্রতিনিধি :

2 Min Read

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তরুণ নেতৃত্বকে বাদ দিয়ে ‘গডফাদারদের’ মনোনয়ন দিয়েছে। তিনি বলেন, যারা বঞ্চিত হয়েছেন, তাদের এনসিপিতে স্বাগত জানানো হবে এবং প্রার্থী হিসেবে সুযোগ দেওয়া হবে।

সোমবার সন্ধ্যায় চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের প্রেক্ষাপটে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেনও উপস্থিত ছিলেন।

পাটওয়ারী বলেন, বাংলাদেশের জনসংখ্যার ৫০ শতাংশ তরুণ। আশা করেছিলাম ভালো কিছু নতুন প্রার্থী পাব। কিন্তু বিএনপির প্রার্থী তালিকা আমাদের হতাশ করেছে। অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার। যারা ছাত্রদল, যুবদলের তরুণ নেতৃত্ব নতুন রাজনীতি করতে চেয়েছেন, তারা বাদ পড়েছেন। আমরা তাঁদের আমাদের নমিনেশন সাবমিশনে স্বাগত জানাই।

তিনি আরও বলেন, আমরা তরুণ নেতৃত্বভিত্তিক রাজনীতি করতে চাই। একসাথে বসে আলোচনা করে সমাধান করব।

এসময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দি থাকার পর তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আমরা তাঁকে স্বাগত জানাই এবং এখনো বিএনপির নেতা হিসেবে দেখি। জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে উনি ইলেকশন করতে পারছেন। এই জুলাই গণঅভ্যুত্থানের যে সংস্কার সেটাকেও উনার অভিবাদন জানানো উচিত।

পাটওয়ারী বলেন, তারেক জিয়া দেশে আসছেন, আমরা তাকে স্বাগত জানাই। যদি তিনি আগে আসতেন, আরও ভালো হতো। আসুন আমরা গণতন্ত্র চর্চা করি এবং সমাধান খুঁজে বের করি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *