বিগত সরকারের জনহিতকর প্রকল্পে নতুন ঠিকাদার নিয়োগের নির্দেশনা

2 Min Read
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ : ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

স্থানীয় পর্যায়ে আগের সরকারের নেওয়া জনহিতকর প্রকল্পগুলো শেষ করতে নতুন ঠিকাদার নিয়োগের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রথমদিন শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন হয়। অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, স্থানীয় পর্যায়ে যেসব প্রকল্প চলছে এগুলোতে অনেক অসুবিধা তৈরি হয়েছে। তার কারণ অনেক প্রকল্পে যে ঠিকাদার ছিল, সেই ঠিকাদার টাকা নিয়েছে- এখন হয়তো তাকে আর পাওয়া যাচ্ছে না। অসমাপ্ত অনেকগুলো প্রকল্প রয়ে গেছে।

তিনি বলেন, আগে যেমন স্থানীয় জনপ্রতিনিধি ছিল, তাদের কাছ থেকে স্থানীয়ভাবে অনেক প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হলেও সেসব প্রকল্পের চাহিদা ছিল। এখন সেগুলো আর নেই।

পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, আমরা ডিসিদের বলেছি তারা যেন নিজেদের উদ্যোগেই স্থানীয়ভাবে যেগুলো দরকার যেমন- রাস্তাঘাট নির্মাণ, অনেক রাস্তা আছে কিন্তু হয়তো সেতু নষ্ট হয়ে গেছে, কোথাও স্কুল ঘর আছে কিন্তু স্কুল ঘরগুলোর ভগ্নদশা- এগুলোতে কী ধরনের প্রকল্প নিতে হবে তা যেন তারা নিজেদের উদ্যোগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠান। অথবা সরাসরি পরিকল্পনা মন্ত্রণালয়ে জানান।

তিনি বলেন, যেসব প্রকল্প অর্ধসমাপ্ত রেছে ঠিকাদার চলে গেছে, পাওয়া যাচ্ছে না, সেখানে কী করে এগুলোকে আবার শুরু করা যায়, নতুন ঠিকাদার নিতে হলে নতুনভাবে প্রকল্পগুলো শুরু করে আবার শেষ করা যায় (তা দেখতে হবে)। স্থানীয়ভাবে জনহিতকর বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন যেন বিঘ্নিত না হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছি।

অনেকগুলো প্রকল্প যাচাই-বাছাই করে কাটছাঁট করতে গিয়ে উন্নয়ন ব্যয় কিন্তু অনেক কমে গেছে। জানুয়ারি মাস থেকে অনেকগুলো নতুন ভালো উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে, এগুলো যেন তারা একটু দেখভাল করেন। এ বিষয়ে আমরা ডিসিদের বলেছি, যোগ করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *