বিমানবন্দরে আগুনে ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ওষুধশিল্প সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

সোমবার (২০ অক্টোবর) সকালে সোনারগাঁও হোটেলে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাকির হোসেন বলেন, দেশের ৩০৭টি ওষুধ কোম্পানির মধ্যে ২৫০টি সচল আছে। এর মধ্যে শীর্ষ ৩২ কোম্পানি জানিয়েছে, তাদের ২০০ কোটি টাকার বেশি কাঁচামাল পুড়ে গেছে। বাকি কোম্পানিগুলোর ক্ষয়ক্ষতি হিসাব করলে পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

তিনি জানান, একেকটি ওষুধ উৎপাদনে ৫৩টি পর্যন্ত উপকরণের প্রয়োজন হয়। তাই এই আগুনের কারণে প্রায় ৩ হাজার থেকে ৫ হাজার কোটি টাকার ওষুধের উৎপাদন ব্যাহত হতে পারে। তবে সরবরাহ ব্যবস্থায় আপাতত সমস্যা হবে না।

জাকির হোসেন আরও বলেন, আগুনের সময় অনেক কাঁচামাল কলকাতা ও চট্টগ্রামের বিমানে পাঠানো হয়। তবে তাপমাত্রা নিয়ন্ত্রণ না থাকায় সেগুলোর নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে।

ইএবি এই ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে, যেখানে লিখিত বক্তব্য পাঠ করেন ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *