বৃহস্পতিবার চট্টগ্রামে শুরু হচ্ছে রিহ্যাব ফেয়ার

4 Min Read

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

সাধ ও সাধ্যের মধ্যে ক্রেতাদের মনের মতো ফ্ল্যাট বা প্লট খুঁজে নেওয়ার সুযোগ দিতে বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫।

মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটে রেডিসন ব্লু এর মোহনা হল এ ফেয়ারের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদত হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম।

প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা উদ্বোধনীর পর বেলা ২টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

আজ মঙ্গলবার দুপুরে রিহ্যাব চট্টগ্রাম অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন।

সাংবাদ সম্মেলনে রিহ্যাব পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি কো-চেয়ারম্যান ১ মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি সদস্য সৈয়দ ইরফানুল আলম, মিসেস সারিস্থ বিনতে নূর, নূর উদ্দিন আহাম্মদ, মোহাম্মদ মাঈনুল হাসান, ফেয়ার অর্গানাইজিং কমিটি সদস্য রেজাউল করিম, মোহাম্মদ জাফর, হৃষিকেশ চৌধুরী এ এস এম আবদুল গাফফার মিয়াজী, ও নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট হাজী দেলোয়ার হোসেন বলেন, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ তে অনুষ্ঠিতব্য এ ফেয়ার চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের ফেয়ারে মোট স্টল থাকছে ৬৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৪২টি। এই ফেয়ারে ২টি গোল্ড স্পন্সর, ১৪টি কো-স্পন্সরসহ আরও ১৬টি রিয়েল এস্টেট কোম্পানি এবং ৫টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ৫টি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশ আজ অবকাঠামোগত দিক দিয়ে অনেকদূর এগিয়ে গেছে। একটা ফ্ল্যাট শুধু মাথা গোঁজার ঠাঁই তৈরি করে না, একটা সামাজিক অবস্থানও তৈরি করে। সেই সাথে নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মের বিনিয়োগ। সরকারের রাজস্ব আয়, কর্মসংস্থান, রড, সিমেন্ট, টাইলসসহ ২০০ এর অধিক লিংকেজ শিল্প প্রসারের মাধ্যমে সমগ্র নির্মাণ খাত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সমগ্র নির্মাণ খাতের অবদান প্রায় ১৫ শতাংশ।

হাজী দেলোয়ার হোসেন আরও বলেন, প্রতি উপজেলায় গুচ্ছ আকারে ২৫-৩০ টি ২-৩০ তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণ করার জন্য সরকারের পক্ষ থেকে রিহ্যাব সদস্যদের সহযোগিতা করলে গ্রামে বসবাস করেও আধুনিক শহরের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এতে করে আমাদের এই বিশাল জনসংখ্যার ছোট দেশে কৃষি জমিরও সাশ্রয় হবে।

- Advertisement -

তিনি আরও বলেন, এ ফেয়ার রিহ্যাবের সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক সাথে অনেকগুলো প্রতিষ্ঠান যাচাই-বাছাই করার সুযোগ রিহ্যাব ফেয়ার ছাড়া সম্ভব নয়। জীবন সংগ্রামের ব্যস্ততায় আমাদের সবার হাতেই এখন সময় কম। ফেয়ারে শুধু ফ্ল্যাট বা প্লট নয়, এক সাথে গৃহঋণ এবং বাড়ি তৈরির নানা উপকরণও যাচাই করতে পারবেন ক্রেতারা। যার ফলে সাধ ও সাধ্যের মধ্যে মনের মত ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে পারবেন ক্রেতারা।

তিনি আরও বলেন, বিগত সময়ের ধারাবাহিকতায় এ বছরের মেলাতেও দুই ধরনের টিকেট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল টিকিট দিয়ে দর্শীনার্থী মেলার সময় দর্শনার্থীরা ৪ বার প্রবেশ করতে পারবেন। আগত দর্শকদের জন্য লটারির মাধ্যমে প্রতিদিন থাকবে আকর্ষণীয় পুরস্কার।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *