বেতাগীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

2 Min Read

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী জানা যায়, গত রবিবার (৯ মার্চ) রাত ৮ টায় বেতাগীর ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়নের উত্তর করুনা গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় মেয়ের বাবা বেতাগী থানায় ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আসামীরা কেউ গ্রেপ্তার হয়নি।

থানা পুলিশ ও সংশ্লিষ্ট এলাকা সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮ টার দিকে উত্তর করুনা গ্রামের গৃহবধূকে তার বাবার মামাতো ভাইয়ের ছেলে ইব্রাহীম হাওলাদার (৩০) ডেকে নিয়ে যায় একই এলাকার সিরাজের টিনসেড বিল্ডিংয়ের পিছনের বারান্দার সাথে রান্নাঘরে। ওই রান্নাঘরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওৎ পেতে রয়েছে গৃহবধূর বিবাহ হওয়ার আগের প্রেমিক রেজাউল।

ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, আমার সাথে দেড় বছর ধরে প্রেম ছিল রেজাউলের সাথে । ঘটনার সময় রাতে ইব্রাহীম এসে আমায় বলে তোর স্বামী হাসান তোরে ডাকে। আমি সরল বিশ্বাসে সিরাজের টিনসেট রান্নাঘরের পিছনে যাই। গিয়ে দেখি সেখানে মোকামিয়া ইউনিয়নের মোল্লারহাট এলাকার শহিদুল ইসলামের ছেলে রেজাউল (২৫) দাড়ানো। কোনকিছু বুঝার আগেই রেজাউল আমার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

এলাকা সূত্রে জানা গেছে, বিয়ের আগে রেজাউলের সাথে ভুক্তভোগী গৃহবধূ’র সাথ প্রেমের সম্পর্ক ছিল । গৃহবধূ’র বাড়ির কাছেই ইব্রাহীমের বাড়ি। ইতিপূর্বে রেজাউল ইব্রাহীমের অটোগাড়ী ভাড়ায় চালাতো। তখন থেকেই গৃহবধূ’র সাথে পরিচয় সুবাদে প্রেমের সম্পর্ক ছিল।

গৃহবধূ’র বাবা এঘটনায় সাথে জড়িতদের বিরুদ্ধে গতকাল সোমবার বেতাগী থানায় মামলা করেছে। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশ পরিদর্শক তদন্ত ঘটনাস্থল পরিদর্শন করেন।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ইতোমধ্যে মামলা গ্রহণ করে আসামীদের ধরার জন্য কাজ করছে পুলিশ। ধর্ষক বা যেকোনো অপরাধ সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না, কঠোরভাবে ধমন করতে থানা পুলিশের চেষ্টা অব্যাবহ রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *