বেতাগীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, গণতন্ত্র পুনরুদ্ধারে যুব ঐক্যের ডাক

By জসিম উদ্দিন, বেতাগী :

2 Min Read

“যুব ঐক্য, যুব প্রগতি—গণতন্ত্রের অগ্রগতি” স্লোগানে বরগুনার বেতাগীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) উপজেলা অডিটরিয়াম প্রাঙ্গণে বেতাগী উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এই উৎসবে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশন ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর দলীয় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বেতাগী উপজেলা যুবদলের আহবায়ক মনিরুজ্জামান খান জুয়েলের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক  রাশেদ খান এবং সদস্য সচিব  রফিকুল ইসলাম শাকিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি। তিনি তাঁর বক্তব্যে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশকে সঠিক পথে এগিয়ে নিতে যুবসমাজের ঐক্যের ওপর বিশেষ জোর দেন। আলহাজ্ব নূরুল ইসলাম মনি বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে যুবদল একটি প্রমাণিত গণতান্ত্রিক শক্তি এবং জাতীয় সংকটে বরাবরই অগ্রণী ভূমিকা রেখেছে। আগামী দিনের রাজনীতিতে যুবদল আরও শক্তিশালী ও সংগঠিত ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা। প্রধান বক্তা হিসেবে বেতাগী পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন সিকদার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠন শক্তিশালীকরণ এবং গণতান্ত্রিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা নিয়ে বিশদ আলোচনা করেন। বক্তারা দৃঢ়ভাবে ঘোষণা করেন, যুবদল গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বদ্ধপরিকর এবং মাঠের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে প্রস্তুত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিক, উপজেলা বিএনপির নির্বাচন কমিটির আহবায়ক ও সাবেক মেয়র মোঃ শাহজাহান কবির, সদস্য সচিব নুরুল ইসলাম পান্না, বরগুনা জেলা যুবদলের সহ-সভাপতি ইকবাল হোসেন বুলেট, বিএনপি’র পৌর নির্বাচন কমিটির সদস্য হাবিবুর রহমান নান্না সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও কর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে এবং আগামী দিনে আন্দোলন-সংগ্রামে আরও গতি সঞ্চার করবে বলে আয়োজকরা মনে করছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *