বেতাগীতে শাহজামাল মিন্টুর মুক্তি উদযাপন, ষড়যন্ত্রকারীদের বিচারের আহ্বান

বেতাগী (বরগুনা) প্রতিবেদক:
প্রকাশ: ১৩ মে, ২০২৫, ৪:৪১
বেতাগীতে শাহজামাল মিন্টুর মুক্তি উদযাপন, ষড়যন্ত্রকারীদের বিচারের আহ্বান

মিথ্যা ও হয়রানিমূলক মামলায় দীর্ঘ কারাবাস শেষে মুক্তি পেয়েছেন বেতাগীর আলোচিত ব্যক্তি শাহজামাল মিন্টু। আদালত থেকে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় বেতাগী বাস স্ট্যান্ড এলাকায় তাকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি বিশাল আনন্দ মিছিল করেন তিনি, পরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেন তার ওপর ঘটে যাওয়া অবিচার ও ষড়যন্ত্রের প্রকৃত চিত্র।

শাহজামাল মিন্টু দাবি করেন, সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় তাকে ফাঁসানো হয়েছিল। দীর্ঘ কারাবাসের সময় তাকে এবং তার পরিবারকে চরম মানসিক ও আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হয়েছে। তিনি বলেন, “এই মামলার পেছনে ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র—যা রাজনৈতিক বা ব্যক্তিগত বিদ্বেষপ্রসূত।”

কারামুক্তির পর শহরে ফিরে আসায় মিন্টুকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনে বরণ করে নেন তার আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য সমর্থক। বেতাগী বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা ‘ষড়যন্ত্রকারীদের বিচার চাই’ এবং ‘ন্যায়বিচার চাই’ ইত্যাদি স্লোগানে মুখর ছিল।

মিছিল শেষে বাস স্ট্যান্ড এলাকাতেই আয়োজিত হয় সংবাদ সম্মেলন। সেখানে শাহজামাল মিন্টু বলেন, “আমাকে কারা, কীভাবে এবং কেন ফাঁসিয়েছে—তা আমার জানা আছে। সময়মতো সব তথ্য-প্রমাণ তুলে ধরব এবং এই মিথ্যা মামলার নেপথ্যের কারিগরদের বিচারের মুখোমুখি করার জন্য আইনি লড়াই চালিয়ে যাব।”

তিনি আরও জানান, “এই তিক্ত অভিজ্ঞতা আমাকে দুর্বল না করে বরং আরও শক্তিশালী করেছে। আমি সমাজের মানুষের পাশে থেকে অবিচার, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলব, এবং এলাকার উন্নয়নে কাজ করে যাব।”

সংবাদ সম্মেলনে মিন্টু তার পাশে থাকা শুভাকাঙ্ক্ষী, আইনজীবী, স্থানীয় প্রশাসন এবং সংবাদ মাধ্যমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বেতাগী পৌরবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই মিছিল ও সংবাদ সম্মেলন স্থানীয় জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মিন্টুর কারামুক্তি ও তার ওপর হওয়া মিথ্যা মামলার বিষয়টি এখন নতুন করে আলোচনায় উঠে এসেছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই ঘটনা বেতাগীর রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।