‘মানিকজোড়’ দুই বন্ধুর করুণ মৃত্যু বড়াল নদে

রিহান ও মাহিদ ছিলেন অবিচ্ছেদ্য বন্ধু স্থানীয়রা তাঁদের ‘মানিকজোড়’ বলেই চিনতেন

By রাজশাহী প্রতিনিধি :

2 Min Read
রিহান ইসলাম ও মাহিদ হোসেন, ছবি - সংগৃহীত।

রাজশাহীর চারঘাটে বড়াল নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে থানাপাড়া এলাকার বড়াল নদে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চারঘাট থানাপাড়া গ্রামের ইসরাফিল ইসলামের ছেলে রিহান ইসলাম (১৭) এবং সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ হোসেন (১৭)। তারা দুজনই এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রিহান ও মাহিদ ছিলেন অবিচ্ছেদ্য বন্ধু স্থানীয়রা তাঁদের ‘মানিকজোড়’ বলেই চিনতেন। প্রতিদিনের মতো সোমবারও কয়েকজন বন্ধুর সঙ্গে নদীর পাড়ে ফুটবল খেলে তারা গোসল করতে নামে। সাঁতার না জানা রিহান নদীর গভীরে ডুবে গেলে মাহিদ তাকে বাঁচাতে গিয়ে নিজেও তলিয়ে যায়।

সঙ্গে থাকা অন্য বন্ধুরা চিৎকারে স্থানীয়দের ডাকেন, কিন্তু ততক্ষণে দুজনই পানির নিচে হারিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় আড়াই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁদের মরদেহ উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বড়াল নদের পাড়জুড়ে আহাজারিতে ভরে ওঠে এলাকা। স্থানীয়রা অভিযোগ করেন, ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় উদ্ধার কাজে বিলম্ব হয়।

চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে জেলা স্টেশন থেকে ডুবুরি দল আসতে কিছুটা সময় লাগায় উদ্ধার শুরুতে বিলম্ব হয়েছে। পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *