মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তিনজনই জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা। তারা হলেন; আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)।
বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৯টার দিকে জোরারগঞ্জের বিএসআরএম ফ্যাক্টরির সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা রেললাইনের পাশে তিন তরুণের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, তারা তিনজনই রেললাইনের ধারে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ দ্রুতগামী একটি ট্রেন আসলে তারা সরে যেতে না পারায় দুর্ঘটনায় কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি আরও জানান, মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, নিহতরা বন্ধু এবং একই এলাকার বাসিন্দা ছিলেন।
আপনার মতামত লিখুন