যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

1 Min Read
শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, ছবি - ইন্টারনেট।

আন্তর্জাতিক ডেস্ক । নিউজনেক্সটবিডি.কম 

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটল রোটান্ডায় তিনি শপথ নেন।

মুহূর্তটিকে সম্মান জানাতে তোপধ্বনি করা হয়। বাজানো হয় হেইল টু দ্য চিফ। এর আগে শপথ নেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জে জি ভ্যান্স।

অষ্টাদশ শতাব্দীর নব্বইয়ের দশকের পর এই প্রথম কোনো প্রেসিডেন্ট বিজয়ী হয়ে দ্বিতীয়বার শপথ গ্রহণ করলেন, যিনি একবার নির্বাচনে পরাজিত হয়েছিলেন।

শপথ নেওয়ার পর ট্রাম্পকে তার পরিবারের সঙ্গে মুহূর্তটি উদযাপন করতে দেখা যায়। ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ছোট ছেলে ব্যারন ট্রাম্প, টিফানি ট্রাম্প, লারা ট্রাম্প, এরিক ট্রাম্প, জ্যারেড কুশনার, ইভাঙ্কা ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ অনেকে।

তিনি এখন উপস্থিতদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন এবং গত নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসও উপস্থিত ছিলেন।

ডোনাল্ড ট্রাম্প দুটি বাইবেল হাতে শপথ নেন— একটি তার মায়ের দেওয়া। অন্যটি আব্রাহাম লিঙ্কনের বাইবেল। ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবিধানকে সুরক্ষিত রাখার শপথ নেন।

ট্রাম্প তার শপথের আগেই নির্বাহী আদেশের ঝড় বইয়ে দেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *