রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: পুলিশকে কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৯ এপ্রিল) সকালে বিমানবন্দর থানা পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশ যদি এসব মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, ইতোমধ্যে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া দুইজনকে আটক করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কার্যক্রম প্রতিরোধে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ গত ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় দলটির নেতাকর্মীরা রাজধানীসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করছে, যা জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে।
রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ জনগণের একাংশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। শুক্রবার উত্তরাসহ বেশ কয়েকটি এলাকায় এই দাবিতে বিক্ষোভও হয়েছে।
এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়াতে তাদের আবাসন ও খাদ্য ব্যবস্থার মান উন্নয়নে কাজ চলছে। বদলির ক্ষেত্রে সদস্যদের নিজ বিভাগের মধ্যে রাখার চিন্তাভাবনাও করা হচ্ছে, যাতে তারা পরিবার থেকে দূরে না থাকে এবং পর্যাপ্ত ছুটি ভোগ করতে পারে।
আপনার মতামত লিখুন