শুটিং কার্যক্রম আবারও চালুর পথে, শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা প্রত্যাহার

উত্তরা সেক্টর-৪-এ নাটক ও সিনেমার শুটিং কার্যক্রমে আরোপিত সাময়িক নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার করা হচ্ছে। তবে শর্ত সাপেক্ষে শুটিং চালানোর অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে ২০ জুলাই উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ থেকে বাসিন্দাদের দুর্ভোগের কথা উল্লেখ করে শুটিং হাউস মালিকদের বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়। ফলে সাময়িকভাবে শুটিং বন্ধ হয়ে যায়।
তবে নির্মাতাদের প্রতিবাদ এবং ডিরেক্টরস গিল্ডের আনুষ্ঠানিক আপত্তির মুখে আবারও আলোচনার টেবিলে বসে দুই পক্ষ। এরই ধারাবাহিকতায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪-এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, এই এলাকার সবার কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য নিয়মের মধ্যে থেকে কাজ করাটাই কাম্য। আজ আমরা সবাই মিলে বসবো এবং আশা করছি, একটি সুন্দর সমাধানে পৌঁছানো যাবে।
শুটিং হাউস মালিকদের সংগঠনের উপদেষ্টা ও ‘আপন ঘর’ শুটিং হাউসের মালিক খলিলুর রহমান বলেন, আবাসিক এলাকায় শুটিং করলে কিছু বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হয়। তাই আমরা আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে আগ্রহী। দুই পক্ষের মধ্যে সহযোগিতামূলক মনোভাব থাকলেই সমস্যার সমাধান সম্ভব।
উল্লেখ্য, উত্তরা সেক্টর-৪ এলাকায় বর্তমানে তিনটি সক্রিয় শুটিং হাউস রয়েছে—লাবণী ৪, লাবণী ৫ ও আপন ঘর ২।
এ ছাড়া একটি বেসরকারি টেলিভিশনের শুটিং হাউস থাকলেও সেটির কার্যক্রম নিয়মিত নয়।
আপনার মতামত লিখুন