শেষ মুহূর্তের নাটকীয়তায় নারী বিশ্বকাপে বাংলাদেশ, বাদ ওয়েস্ট ইন্ডিজ

3 Min Read
ফাইল ছবি।

বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানের বিপক্ষে ৬২ বল হাতে রেখে ৭ উইকেটে হেরে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে নাটকীয় এক পরিণতিতে শেষ হাসি হেসেছে নিগার সুলতানার দল। থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের কঠিন সমীকরণ পূরণ না হওয়ায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা।

থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের পেরোতে হতো মাত্র ১০.১ ওভারের মধ্যে। কিন্তু তারা সে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। ১০.১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে জয় থেকে ১০ রান পিছিয়ে ছিল ক্যারিবীয় নারীরা। শেষ পর্যন্ত ১০.৫ ওভারে ৬ উইকেটে ম্যাচ জিতলেও প্রয়োজনীয় সময়ের মধ্যে রান না তোলায় বাদ পড়ে যায় তারা। ফলে নেট রান রেটের সূক্ষ্ম ব্যবধানে বাংলাদেশ নারী দল পায় বিশ্বকাপের টিকিট।

ভারতে অনুষ্ঠেয় আগামী নারী বিশ্বকাপে অংশ নেবে মোট ৮ দল। স্বাগতিক ভারতসহ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা আগে থেকেই নিশ্চিত করে রেখেছিল তাদের অংশগ্রহণ। বাকি দুটি দল নির্ধারণ হয় বাছাইপর্বের মাধ্যমে। স্বাগতিক পাকিস্তান ৫ ম্যাচে ৫ জয়ে সরাসরি উঠে যায় মূলপর্বে। আর দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নেয় বাংলাদেশ।

বাছাইপর্বে বাংলাদেশ নারী দল প্রথম তিন ম্যাচে থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারিয়ে তুলে নেয় ৬ পয়েন্ট। তবে শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে হার তাদের পরিস্থিতিকে জটিল করে তোলে। সমান ৩ জয় ও ৬ পয়েন্ট পেলেও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ০.০০১৩ বেশি নেট রান রেটে এগিয়ে থেকে বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ। বাংলাদেশের নেট রান রেট ছিল ০.৬৩৯, আর ওয়েস্ট ইন্ডিজের ০.৬২৬।

শনিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বোলিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। থাইল্যান্ডকে ১৬৬ রানে অলআউট করলেও চাপে পড়ে যায় লক্ষ্য তাড়ায়। থাই ব্যাটার নাথাকান চানথাম ৯৮ বলে ৬৬ রান করে প্রতিরোধ গড়েন।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ ঝড়ো সূচনা করে। প্রথম ওভারে আসে ৯ রান। এরপর প্রতিটি ওভারে ১০-এর বেশি রান তোলেও কাঙ্ক্ষিত সময়ের আগেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি। হ্যালি ম্যাথিউস ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২৯ বলে করেন ৭০ রান। ওপেনার কিয়ানা জোসেপ করেন ১২ বলে ২৬, আর তিনে নামা চিন্নেল্লা হেনরি করেন ১৭ বলে ৪৮ রান।

তবে প্রথম ওভারে তুলনামূলক ধীরগতির ব্যাটিংই ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়। ফলে নাটকীয় এক পরিস্থিতিতে থাইল্যান্ডকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের, আর বাংলাদেশ পেয়েছে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শেষ মুহূর্তের নাটকীয়তায় নারী বিশ্বকাপে বাংলাদেশ, বাদ ওয়েস্ট ইন্ডিজ

3 Min Read
ফাইল ছবি।

বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানের বিপক্ষে ৬২ বল হাতে রেখে ৭ উইকেটে হেরে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে নাটকীয় এক পরিণতিতে শেষ হাসি হেসেছে নিগার সুলতানার দল। থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের কঠিন সমীকরণ পূরণ না হওয়ায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা।

থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের পেরোতে হতো মাত্র ১০.১ ওভারের মধ্যে। কিন্তু তারা সে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। ১০.১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে জয় থেকে ১০ রান পিছিয়ে ছিল ক্যারিবীয় নারীরা। শেষ পর্যন্ত ১০.৫ ওভারে ৬ উইকেটে ম্যাচ জিতলেও প্রয়োজনীয় সময়ের মধ্যে রান না তোলায় বাদ পড়ে যায় তারা। ফলে নেট রান রেটের সূক্ষ্ম ব্যবধানে বাংলাদেশ নারী দল পায় বিশ্বকাপের টিকিট।

ভারতে অনুষ্ঠেয় আগামী নারী বিশ্বকাপে অংশ নেবে মোট ৮ দল। স্বাগতিক ভারতসহ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা আগে থেকেই নিশ্চিত করে রেখেছিল তাদের অংশগ্রহণ। বাকি দুটি দল নির্ধারণ হয় বাছাইপর্বের মাধ্যমে। স্বাগতিক পাকিস্তান ৫ ম্যাচে ৫ জয়ে সরাসরি উঠে যায় মূলপর্বে। আর দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নেয় বাংলাদেশ।

বাছাইপর্বে বাংলাদেশ নারী দল প্রথম তিন ম্যাচে থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারিয়ে তুলে নেয় ৬ পয়েন্ট। তবে শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে হার তাদের পরিস্থিতিকে জটিল করে তোলে। সমান ৩ জয় ও ৬ পয়েন্ট পেলেও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ০.০০১৩ বেশি নেট রান রেটে এগিয়ে থেকে বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ। বাংলাদেশের নেট রান রেট ছিল ০.৬৩৯, আর ওয়েস্ট ইন্ডিজের ০.৬২৬।

শনিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বোলিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। থাইল্যান্ডকে ১৬৬ রানে অলআউট করলেও চাপে পড়ে যায় লক্ষ্য তাড়ায়। থাই ব্যাটার নাথাকান চানথাম ৯৮ বলে ৬৬ রান করে প্রতিরোধ গড়েন।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ ঝড়ো সূচনা করে। প্রথম ওভারে আসে ৯ রান। এরপর প্রতিটি ওভারে ১০-এর বেশি রান তোলেও কাঙ্ক্ষিত সময়ের আগেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি। হ্যালি ম্যাথিউস ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২৯ বলে করেন ৭০ রান। ওপেনার কিয়ানা জোসেপ করেন ১২ বলে ২৬, আর তিনে নামা চিন্নেল্লা হেনরি করেন ১৭ বলে ৪৮ রান।

তবে প্রথম ওভারে তুলনামূলক ধীরগতির ব্যাটিংই ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়। ফলে নাটকীয় এক পরিস্থিতিতে থাইল্যান্ডকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের, আর বাংলাদেশ পেয়েছে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *