শোবিজ ও গণমাধ্যমের কেউই পেলেন না বিএনপির মনোনয়ন

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এবার স্থান পাননি কোনো শোবিজ অঙ্গনের শিল্পী। নিজ নিজ নির্বাচনী এলাকায় পরিচিতি ও গ্রহণযোগ্যতার পাশাপাশি দলীয় জরিপে এগিয়ে থাকা কয়েকজন তারকার নাম আলোচনায় থাকলেও, চূড়ান্ত মনোনয়ন তালিকায় তাদের কারও নাম দেখা যায়নি।

একই পরিস্থিতি দেখা গেছে সাংবাদিক নেতাদের ক্ষেত্রেও, বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাদের গনি চৌধুরী, আমিরুল ইসলাম কাগজী ও সাঈদ খান সক্রিয়ভাবে মাঠে ছিলেন।

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে অভিনয়শিল্পীদের চেয়ে সংগীতাঙ্গনের শিল্পীদের নামই বেশি আলোচনায় ছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান, রুমানা মোর্শেদ কনকচাঁপা এবং অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

এ ছাড়াও বিভিন্ন সময় আলোচনায় উঠে এসেছিল সংগীতশিল্পী আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্‌সি, চলচ্চিত্র অভিনেতা হেলাল খান ও শিবা সানুর নাম। কিন্তু ঘোষিত তালিকায় শেষ পর্যন্ত তাদের কেউই স্থান পাননি।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *