সংখ্যালঘু সহিংসতার ৮৮ মামলায় গ্রেপ্তার ৭০: প্রেস সচিব

1 Min Read
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

গত ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে সংখ্যালঘু সহিংসতার ৮৮টি মামলায় এখন পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দোষীদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, গত আগস্ট ৫ দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ৮৮ মামলায় এখন পর্যন্ত ৭০ জন গ্রেপ্তার করা হয়েছে।

২২ অক্টোবরের পরের ঘটনাগুলোর দ্রুতই আপডেট দেওয়া হবে, বলে জানান তিনি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল জানান, সরকার বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি বলেন, অক্টোবর-নভেম্বরে আন্তর্জাতিক বাজারে সয়াবিনের মূল্য বৃদ্ধি পেয়েছে। সরকার অন্যান্য দেশের বাজার পর্যবেক্ষণ করে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে বলেও জানান তিনি।

অপর এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মুহাম্মাদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত পদোন্নতিবঞ্চিত ১ হাজার ৫৪০ জন উপসচিব থেকে সচিব পদ মর্যাদার কর্মকর্তা পদোন্নতি চেয়ে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করেছিলেন। তাদের আবেদনের প্রেক্ষিতে ৭৬৪ জনকে সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে।

 

- Advertisement -

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *